মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে প্রথমে স্থানীয় সংরক্ষিত আসনের সংসদ, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর শহীদ মিনারে ফুল দেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা।
শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য হুসনে আরা বাবলী, জেলা প্রশাসক রাব্বি মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ছরোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এইচএ/