এ আয়োজনে চলবে দুই বাংলার সাংস্কৃতিক আদান-প্রদান। গল্প আর আলোচনায় আসবে রক্তঝরা সে দিনগুলোর কথা।
ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শ্রীনগর বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটির সভাপতি শারমীন জাহান জানান, এ মিলনমেলার সব প্রস্তুতি শেষ। ফেনী জেলা প্রশাসন থেকে গান, নাচ, আবৃত্তিরশিল্পীরা এতে অংশ নেবে। আসবে ত্রিপুরার সাংস্কৃতিক কর্মীরা। পরিবেশিত হবে তাদের সংস্কৃতির এবং বাংলার প্রতি তাদের ভালবাসার বহিঃপ্রকাশ। দুই বাংলার মানুষ পুস্পস্তবক অর্পণ করবে স্মৃতির শহীদ মিনারে।
ছাগলনাইয়া উপজেলা প্রশাসন সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যৌথভাবে উদযাপনের জন্য বাংলাদেশ-ভারতের প্রতিনিধিরা একমত হয়ে এ আয়োজন করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত থাকবেন ফেনী জেলা পরিষেদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী-১ আসনের সংস সদস্য শিরিন আখতার, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তারসহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা।
ত্রিপুরার পক্ষ থেকে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক রীতাকর মজুমদার, রাজ্যের এডিএম মনোজ কান্তিসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এইচএ/