ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাড়ে ৬ বছরে ৪ বার শহীদ মিনারে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
সাড়ে ৬ বছরে ৪ বার শহীদ মিনারে  জাইমা তহুরা। ছবি: দীপু মালাকার, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে: হাতে এক গুচ্ছ ফুল। মাথায় একুশের শহীদ মিনার আ‍ঁকা ব্যান্ড বাঁধা। হাতে ছোট্ট পতাকা, সেখানে বাংলা বর্ণমালা, শহীদ মিনারের ছবি। গায়ে সাদা-কাল পোশাক। একুশের মধ্যরাতে শহীদ বেদীতে এসে হাজির সাড়ে ছয় বছরের জাইমা তহুরা।

আপদমস্তক একুশের চেতনা ধারণ করে শহীদ মিনারের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো ভাষাশহীদদের স্মৃতির প্রতি। ফুল দিয়ে তার ছোটোছুটি।

একুশের রাত (মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি) সাড়ে ৩টা অবধি বাবার সঙ্গে শহীদ মিনারে জাইমা।  
জাইমা তহুরা।                                          ছবি: দীপু মালাকার, বাংলানিউজটোয়েন্টিফোর.কমচঞ্চল তহুরা জানালো, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাবার সঙ্গে এসেছে ধানমন্ডি থেকে।  
 
একটি বেসরকারি টেলিভিশনের কর্মী বাবা জাহাঙ্গীর চৌধুরী জানালেন, জাইমার বয়স এখন সাড়ে ছয় বছর। এই বয়সে চারবার কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে।  
 
শুরুতে বাবা নিয়ে এলেও গত দু’বছর থেকে ছায়ানটের প্রথম শ্রেণির ছাত্রী জাইমা নিজেই বাবার কাছে আবদার করে চলে আসে শহীদ মিনারে।
 
বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।