ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘বর্ণমালার উচ্চারণে’ ভাষা শহীদদের শ্রদ্ধা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
‘বর্ণমালার উচ্চারণে’ ভাষা শহীদদের শ্রদ্ধা শহীদ মিনার প্রাঙ্গণে বুনো পায়রার সদস্যরা। ছবি: জিএম মুজিবুর

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে: সবাই ফুল দিয়ে ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেও ব্যতিক্রমী আয়োজনে শ্রদ্ধা জানালো এক সামাজিক সংগঠন। ‘অ’, ‘আ’, ‘ক’, ‘খ’… এভাবে বাংলা ভাষার সব ক’টি বর্ণ উচ্চারণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বুনো পায়রা নামের সংগঠনটি।

একুশের রাত পৌনে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসে বুনো পায়রার দল। ফুল দেওয়ার আগে সমবেত স্বরে বর্ণ উচ্চারণ উচ্চারণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান বুনো পায়রা ও বাংলাদেশ কমেডি ক্লাবের তরুণ-তরুণীরা।

পরে তারা শহীদ মিনারের বেদীতে ফুলও দেন।  
ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনার।                                          ছবি: জিএম মুজিবুরবুনো পায়রার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হেনা রনি বাংলানিউজকে বলেন, বাংলাভাষা রক্ষার দাবিতে জীবন দিয়ে গেছেন সালাম, জব্বার, বরকতরা। তাদের জীবনের বিনিময়ে আমরা আজ বাংলায় কথা বলতে পারছি। বর্ণমালাগুলো উচ্চারণ করতে পারছি। এজন্য তাদের শ্রদ্ধা জানাতে সমবেত কণ্ঠে বর্ণমালার উচ্চারণ।
 
দেশের কমেডিয়ানদের নিয়ে সংগঠন বাংলাদেশ কমেডি ক্লাবের সামাজিক নানা কাজ করার প্লাটফর্ম বুনো পায়রা।
 
বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমইউএম/এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।