একুশের রাত পৌনে ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসে বুনো পায়রার দল। ফুল দেওয়ার আগে সমবেত স্বরে বর্ণ উচ্চারণ উচ্চারণ করে ভাষাশহীদদের শ্রদ্ধা জানান বুনো পায়রা ও বাংলাদেশ কমেডি ক্লাবের তরুণ-তরুণীরা।
বুনো পায়রার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হেনা রনি বাংলানিউজকে বলেন, বাংলাভাষা রক্ষার দাবিতে জীবন দিয়ে গেছেন সালাম, জব্বার, বরকতরা। তাদের জীবনের বিনিময়ে আমরা আজ বাংলায় কথা বলতে পারছি। বর্ণমালাগুলো উচ্চারণ করতে পারছি। এজন্য তাদের শ্রদ্ধা জানাতে সমবেত কণ্ঠে বর্ণমালার উচ্চারণ।
দেশের কমেডিয়ানদের নিয়ে সংগঠন বাংলাদেশ কমেডি ক্লাবের সামাজিক নানা কাজ করার প্লাটফর্ম বুনো পায়রা।
বাংলাদেশ সময়: ০৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমইউএম/এমআইএইচ/এইচএ/