মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
এর পরপরই পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, শিক্ষকদের অঙ্গ সংগঠন, শেকৃবি সাংবাদিক সমিতি ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে ভাষাশহীদদের স্মৃতির স্মরণে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো।
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
জেডএস