ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শেকৃবি’তে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
শেকৃবি’তে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ শেকৃবি’তে ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

ঢাকা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

এর পরপরই পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, শিক্ষকদের অঙ্গ সংগঠন, শেকৃবি সাংবাদিক সমিতি ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠন।

এসময় বাজতে থাকে মহান একুশের কালজয়ী সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষাশহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে ভাষাশহীদদের স্মৃতির স্মরণে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলো।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।