সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত পৌনে ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেশখাইল্ল্যা পাড়ার মৃত আব্দুল হকের ছেলে মো. শফিক উল্লাহ (৩২) ও নতুন পল্লনপাড়া গ্রামের মৃত এজাহার মিয়ার ছেলে মার্কিন মিয়া (৩৫)।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর মো. রুহুল আমিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ৭২০ পিস ইয়াবাসহ ওই দু'জনকে আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরবি/