কণ্ঠে গুনগুন সুর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি....’। গান গেয়ে পলাশীর মোড় দিয়ে ধীর পায়ে সারিবদ্ধভাবে শ্রদ্ধা জানাতে আসছেন সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার।
মোহাম্মদপুর থেকে শহীদ মিনারে ফুল দিতে এসেছেন স্কুল শিক্ষিকা নুরজাহান রশিদ।
তিনি বলেন, একুশে ফেব্রুয়ারির সকালে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে না পারলে আমার অতৃপ্তি থেকে যায়। তাই মেয়েকে নিয়ে চলে এলাম।
বন্ধুদের নিয়ে শহীদ মিনারে ফুল হাতে শ্রদ্ধা জানাতে এসেছে সিটি কলেজের লামিয়া তাবাসুম।
লামিয়া বলেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, যাদের জন্য বাংলা ভাষায় কথা বলতে পারছি- সেই সব বীরদের শ্রদ্ধা জানাতে এসেছি। নিজের মধ্যে একুশের চেতনা ধারণ করতেও আজ এখানে আসা।
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমসি/আরআর/এএ