ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
খুলনায় কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

খুলনা: খুলনায় সুদর্শন (২২) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার ডুমুরিয়া উপজেলার মির্জাপুর এলাকার একটি খালের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুদর্শন বটিয়াঘাটার গুনারাবাদের সুকুমার রায়ের ছেলে।

তিনি সরকারি সুন্দরবন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস বিশ্বাস বাংলানিউজকে জানান, সুদর্শন ডুমুরিয়ার বড় ডাঙ্গায় মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো। সোমবার (২০ ফেব্রুয়ারি) বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, সুদর্শনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে তা জানাতে পারেননি ওসি।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমআরএম/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।