এই ভালোবাসা কারও কম নয়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষার্থীর যেমন রয়েছে ভাষার প্রতি আত্মিক অনুভূতি, তেমন রয়েছে একজন চা শিশুরও।
চা বাগানবেষ্টিত এলাকাটিতে শিক্ষার আলো পৌঁছেছে। তবে এলাকায় সরকারি বা বাগান কর্তৃপক্ষ থেকে জাতীয় দিবসগুলোতে শ্রদ্ধা জানানোর কোনো স্থাপনাও নির্মাণ করা হয়নি। তারপরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানো থেমে থাকেনি চা বাগানের শিশু-কিশোরদের।
তারা নিজেরাই তৈরি করেছে অস্থায়ী একটি শহীদ মিনার। ভালোবাসার মিনার। এর পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। যেখানেও নেই শহীদ মিনার। এলাকার শিশুরা কোথায় তবে ফুল দেবে? কোন জায়গায় সম্মান জানাবে ভাষা শহীদদের প্রতি?
এ ভাবনা থেকেই ফুলছড়া চা বাগানে শিশুদের সঙ্গে তরুণেরা মিলে তৈরি করেছে ভালোবাসার শহীদ মিনার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি চা শ্রমিক সন্তানদের শ্রদ্ধা জানানো থেমে থাকেনি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ফুলছড়া চা বাগানে গিয়ে দেখা যায় গতরাতে নির্মিত ভালোবাসার শহীদ মিনারটি পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।
নির্মাতাদের একজন বিশুপ্রসাদ গোয়ালা বলেন, মূলত নতুন প্রজন্মের মধ্যে মহান ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরতে ও শিশুদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থার জন্যই এ শহীদ মিনারটি তৈরি করেছি আমরা।
অপর নির্মাতাদের একজন রাজেশ বুনার্জী বলেন, আমাদের এ এলাকায় কোনো শহীদ মিনার নেই। পার্শ্ববর্তী ফুলছড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়েও নেই। তাহলে কোথায় ফুল দেবে এলাকার শিশুরা?
রানা, অজয়, মুজিব, অনুপ, প্রাপ্তি, রিপন, অমৃত, টুটুল, বিধান প্রমুখ শিশুরা সকালে এসে সম্মিলিতভাবে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
বাগান পঞ্চায়েত সভাপতি জগবন্ধু রায় বলেন, শিশুদের ফুল নিবেদনের এ দৃশ্য বড়ই সুন্দর ছিল। আমরা চেষ্টা করবো বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে একটি শহীদ মিনার নির্মাণের।
বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বিবিবি/এএটি/এএ