ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা-ছবি: কাশেম হারুন

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টায় তিনি শহীদ মিনারে আসেন।

এরপর শহীদ মিনারে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এসময় সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা তার সঙ্গে ছিলেন। এর পরে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান বিচারপতিকে অভ্যর্থনা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান বিচারপতি ৯টার দিকে শহীদ মিনার ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসকেবি/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।