আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গেয়ে গেয়ে পথ চলা। তখন সবারই নগ্ন পা।
শিশু-কিশোরদের কানে কানে সে কথা পৌঁছায়। তাদের মগজ শানিত হয় ‘একুশ আমাদের গৌরবের অর্জন, একুশ আমাদের হারানোর বেদনা, একুশ মানে মাথানত না করা। ’
শিশুরা শেখে। আজকের যারা শিশু… কাল আবার তারাই হবে বক্তা… তারাই এই চেতনাকে নিয়ে যাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আর সে কারণেই এই সব আয়োজন। স্কুলে স্কুলে… অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানেই একই আয়োজন। রাজধানীর ইস্কাটনে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিয়াম ল্যাবরেটরি স্কুলের আয়েজনের কিছু চিত্র এখানে তুলে ধরা হলো। এখানে সকালে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা প্রথমে প্রভাতফেরি করে।
স্কুলের চারিদিকের সড়ক প্রদক্ষীণ করে এসে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেয় শহীদ মিনারে। এরপর স্কুলের শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা প্রদর্শনী। তাতে স্থান পেয়েছে শিশু-কিশোরদের চিক্রকর্ম, আর একুশ নিয়ে গান ও কবিতা।
আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীও ছিলো এই স্কুলের আয়োজনে। একটি স্কুলই শত স্কুলের কথা বলে। কারণ চেতনার জায়গাটি এক। একটি স্কুলের চিত্রই তুলে ধরবে সকল স্কুলের দৃশ্যপট।
বাংলাদেশ সময় ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমএমকে