কেন্দ্রীয় শহীদ মিনারে ওবায়দুল কাদের-ছবি-কাশেম হারুন
ঢাকা: বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ দাবি জানান।
ওবায়দুল কাদের বলেন, বিশ্বে ৩২ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে।
এখন বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হওয়া সময়ের দাবি। আজ যে কোনো উপায়ে জাতিসংঘের কাছে বাংলা ভাষাকে দাপ্তরিক ভাষার করার দাবি তুলে ধরা আমাদের অঙ্গীকার হওয়া উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বাংলাদেশ সময়:১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমসি/আরআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।