প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আফরোজ বারী তার মাইক্রোবাসে করে সুন্দরগঞ্জ পৌর শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় মাতৃভাষা দিবসে শহরে থানা ও পৌর ছাত্রলীগের মিছিল চলছিল।
উপজেলার তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, হামলার ঘটনায় তার গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আফরোজ বারীর গাড়িতে তার মেয়ের জামাই ছিলেন। কারা তার গাড়িতে হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসআই