ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় রুহুল আমিন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন জেলার নাঙ্গলকোট উপজেলার শ্রীরামপুর গ্রামের আলী আশরাফের ছেলে।

স্থানীয়রা জানান, রুহুল আমিন সকালে যমুনা পরিবহনের একটি বাসের ছাদে বসে কুমিল্লার এক বাজারে যাচ্ছিলেন। বাসটি পথে জগন্নাথদীঘির পাড়ে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছিল। এসময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে বাসটিকে ধাক্কা দিলে রুহুল আমিন ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান।   এসময় আহত হন আরও ছয় যাত্রী।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে তার আগেই দুই গাড়ির চালক ও হেলপার পালিয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।