কিন্তু বাঁধ সাধলো আমার ছোট চাকরির বড় দায়িত্ব। দায়িত্ব আমাকে বাধ্য করলো ফুল নয়, জুতা হাতে দাঁড়িয়ে থাকতে।
একুশের প্রথম প্রহরে দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শরিফুল নামে এক আনসার সদস্যকে জুতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে এমনটাই মনে হলো।
শহীদ মিনারের সামনে চার জোড়া জুতা হাতে দাঁড়িয়ে থাকা এই আনসার সদস্য দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। শিক্ষা বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারী ফুলের তোড়া দিয়ে ভাষা শহীদদের প্রতি জানাতে গেলে শরিফুলের দায়িত্ব পড়ে কর্তাবাবুদের জুতা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা।
দিনাজপুর শিক্ষা বোর্ডের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, ছোট চাকরি করি। যে প্রতিষ্ঠানের অধীনে আমাদের দেওয়া হয়, আমরা তাদের কর্মচারী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করি। আজ দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার শহীদ মিনারে ফুল দেওয়ার সময় আমাকে তারসহ চারজনের জুতা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে বলেন। তাই আমি জুতা হাতে দাঁড়িয়ে আছি।
এ ব্যাপারে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহমেদ শফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসআই