মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সূর্যোদয়ের আগেই একুশের গানের সুরে প্রভাতফেরি শুরু করে সম্মিলিত নাট্য পরিষদ।
খালি পায়ে প্রভাতফেরিতে অংশ নেয় সিলেট জেলা প্রশাসন, উত্তরপূর্ব পাঠক মঞ্চ, সাংস্কৃতিক সংগঠন আনন্দলোক, শ্রুতি সিলেট, নগরনাট, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
নগর পরিক্রমা শেষে ওইসব প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল থেকেই পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাতে শহীদ মিনারে ভিড় করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। ফলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা লোকে লোকারণ্য হয়ে আছে।
দিনভর শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদসহ সাংস্কৃতিক সংগঠনগুলো।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে সিলেট শহীদ মিনার বাস্তবায়ন কমিটি’র পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। বৃষ্টিস্নাত পরিবেশে শহীদ মিনারে ছিল মানুষের ঢল।
সিলেটের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। ফলে শ্রদ্ধাঞ্জলির ফুলে অল্পক্ষণেই ঢেকে যায় শহীদ মিনারের বেদী। এদিকে সিলেটে মাতৃভাষা দিবস পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দিনভর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এনইউ/এএটি/জেডএস