ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সহসাই হচ্ছে না বৃষ্টিপাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
সহসাই হচ্ছে না বৃষ্টিপাত

ঢাকা: শীত বিদায় নিয়েছে এরইমধ্যে। বসন্ত বাতাস প্রকৃতিতে। তবে মাঝে মধ্যে বাতাস থমকে মুখ গুমরে থাকছে প্রকৃতি। সে গুমট আবহাওয়া চোখ রাঙায় ঝড়ো হাওয়া ও দমকা বৃষ্টির। কিন্তু ঢাকার আবহাওয়া অধিদপ্তর বলছে অন্তত চলতি মাসে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাজধানীতে।

তবে সিলেট, সুনামগঞ্জসহ পার্বত্য অঞ্চলের কিছু এলাকায় হাল্কা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীতে হঠাৎ বাতাসের গতিবেগ বেড়ে ধুলোময় বাতাস ভোগান্তি বাড়ায়।

নগরজুড়ে নির্মাণ সামগ্রী ও খোড়াখুড়ির কারণে ধুলাবালিতে একাকার রাজধানীর বাতাস।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে।  

এ বৃষ্টির কারণে শীতকালীন সবজি ও ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে আবহাওয়া অধিদফতর বলছে, বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বরং নতুন আমের মুকুল ও গ্রীষ্মকালীন ফসলের জন্য উপকার হবে।

বাংলাদেশ সময়:১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১,২০১৭
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।