ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাষা শহীদদের প্রতি ন‍া’গঞ্জ জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ভাষা শহীদদের প্রতি ন‍া’গঞ্জ জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি ন‍া’গঞ্জ জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা-িছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নবনির্বাচিত কমিটির নেতারা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, খন্দকার আবু জাফর, ব্যারিস্টার পারভেজ আহমেদ, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল, মাসুকুল ইসলাম রাজীব, সাবেক এমপি আতাউর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম আহ্বায়ক মশীউর রহমান রনি, জেলা ছাত্রদল নেতা খাইরুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সভানেত্রী নুরুন্নাহার, সাধারণ সম্পাদক রহিমা শরীফ মায়া প্রমুখ।

পরে সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকার মোড় থেকে মিছিল নিয়ে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মহানগর বিএনপির নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে ভাষা শহীদদের আত্মার প্রতি মাগফেরাত কামনায় দোয়াও অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খান, জাকির হোসেন, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আবু সবুর সেন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।