ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ট্রলিচাপায় ভতিজা নিহত, সেই শোকে চাচার মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
সাতক্ষীরায় ট্রলিচাপায় ভতিজা নিহত, সেই শোকে চাচার মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরায় পাওয়ার টিলারের (ট্রলি) নিচে চাপা পড়ে এর চালক আব্দুল মাজেদ নিহত হয়েছেন। এই খবরে স্ট্রোক করে মারা গেছেন তার চাচা স্কুল শিক্ষক আতাউর রহমান।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রলি চালক আব্দুল মাজেদ একই গ্রামের কওসার আলীর ছেলে।

তার চাচা আতাউর রহমান মাছখোলা হাইস্কুলের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সকালে আব্দুল মাজেদ ট্রলি চালিয়ে মাছখোলার একটি ইটভাটায় যাচ্ছিলেন। ভাটার কাছাকাছি এলে ট্রলির সিট ভেঙে রাস্তায় পড়ে যান তিনি। এসময় তিনি চলন্ত ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। এই অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে, আহত ভাইপোকে দেখতে স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে স্ট্রোক হয় আতাউর রহমানের। এ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৈয়দ আলী বিষয়টি বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।