মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানার পুলিশ রানাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন।
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিকেল ৩টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরা থেকে দুই সহযোগীসহ রানাকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, রাজিব হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন রানা।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর ব্লগার রাজিব হত্যা মামলায় রানা ছাড়াও ফয়সাল বিন নাইমকে মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাঈদ আহমেদ।
রায়ে আসামি মাকসুদুল হাসান অনিককে যাবজ্জীবন কারাদণ্ড, এহসান রেজা রুম্মান, নাইম শিকদার ও নাফিজ ইমতিয়াজকে ১০ বছর করে, সাদমান ইয়ানির মাহমুদকে তিন বছর এবং আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন রাহমানীকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবী থানার কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে।
এ ঘটনায় তার বাবা নাজিম উদ্দীন পল্লবী থানায় হত্যা মামলা করেন। ২০১৫ সালের ২৯ জানুয়ারি এ মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমআই/আরআর/পিসি