ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বগুড়ায় ফেনসিডিলসহ ২ মাদক বিক্রেতা আটক

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বাজার থেকে ৭৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দেবখুন্ডা এলাকার সেকান্দার আলীর ছেলে লাভলু ওরফে লাভু (২৮) ও একই উপজেলার দক্ষিণ ধরইল গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে গোলজাহার হোসেন (৪৬)।

বেলা আড়াইটার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এমবিএইচ/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।