মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এর আগে, সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে মঙ্গলবার একুশে ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে ‘চেতনায় একুশ’ নামে কবিতা, গান, গল্প ও প্রবন্ধ পাঠের আসর আয়োজন করা হয়।
এরপর, দিনগত রাত ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে উপাচার্যের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ডিআর/এসআরএস/পিসি