মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। মাসুম উওর সুহিরপুর ইউনিয়নের তারা মিয়ার ছেলে।
মাসুমের মামাতো ভাই ইব্রাহিম অভিযোগ করে বলেন, দুপুরে একটি বাস করে নন্দনপুর থেকে সুহিলপুর আসছিলেন মাসুম। বাস থেকে নামার সময় হেলপার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে মামলা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরবি/