ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় হেলপারের ধাক্কায় যাত্রী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় হেলপারের ধাক্কায় যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় বাসের হেলপারের ধাক্কায় মাসুম মিয়া (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। মাসুম উওর সুহিরপুর ইউনিয়নের তারা মিয়ার ছেলে।

মাসুমের মামাতো ভাই ইব্রাহিম অভিযোগ করে বলেন, দুপুরে একটি বাস করে নন্দনপুর থেকে সুহিলপুর আসছিলেন মাসুম। বাস থেকে নামার সময় হেলপার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।