ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

হাতে মুখে একুশে’র আলপনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
হাতে মুখে একুশে’র আলপনা মুখে একুশে’র আলপনা

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাহারি আলপনায় সেজেছে ভাষা প্রেমীরা। তাদের মুখে, হাতে দেখা গেছে অমর ২১, বাংলা বর্ণ, শহীদ মিনারের ছাপ।

একুশের চেতনাকে ধারণ করতে আলপনা এখন আর দেয়ালে, মেঝেতে বা রাস্তায় সীমাবদ্ধ নেই। আলপনা আঁকা হয়েছে মানুষের দেহেও।

মুখে, হাতে, বুকে আলপনা এঁকে, ‘অমর ২১শে ফেব্রুয়ারি’ লিখে আনন্দে মেতে উঠতে দেখা গেছে অনেককেই।

মুখে একুশের আলপনাবাঙালি শিশু-কিশোর, তরুণ-তরুণী ও গৃহবধূরা মুখে আলপনা এঁকে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর রাজপথ। রঙ-তুলি হাতে পথের মোড়ে মোড়ে, বিভিন্ন পয়েন্টে আঁকিয়ে তরুণ-তরুণীরা অপেক্ষায় থাকে আগ্রহীদের দেহে আলপনা এঁকে দেয়ার জন্য।

রাজধানীর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, পলাশীর মোড় পর্যন্ত এ সড়কটিতে রঙ বেরঙের আলপনা আঁকার জন্য অপেক্ষা করে শিল্পীরা।

আলপনা শিল্পী আতিকুর রাসেল বাংলানিউজকে বলেন, ‘মানুষের হাতে-মুখে আলপনা  আঁকার মধ্য দিয়ে আমাদের ভাষা শহীদদের স্মরণ করছি। বাংলাভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মানুষকে জানিয়ে দিচ্ছি আমাদের প্রাণের ভাষা বাংলা।

হাতে একুশের আলপনাতিনি বলেন, আমরা এ আলপনা আঁকার মধ্য দিয়ে কিছু অর্থও উপার্জন করছি। যাদের হাতে, মুখে এ আলপনা আঁকি, তারা তাদের খুশি মতো কিছু টাকা দেয়। তারাও খুশি থাকে, আমরাও খুশি থাকি।

এ ব্যাপারে ৭ম শ্রেণির ছাত্রী আজমী শিলা বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে মুখে শহীদ মিনারের একটি আলপনা এঁকেছি। এ আলপনার মাধ্যমে আমরা ভাষা শহীদদের স্মরণ করছি।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ওএফ/পিসি 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।