একুশের চেতনাকে ধারণ করতে আলপনা এখন আর দেয়ালে, মেঝেতে বা রাস্তায় সীমাবদ্ধ নেই। আলপনা আঁকা হয়েছে মানুষের দেহেও।
বাঙালি শিশু-কিশোর, তরুণ-তরুণী ও গৃহবধূরা মুখে আলপনা এঁকে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর রাজপথ। রঙ-তুলি হাতে পথের মোড়ে মোড়ে, বিভিন্ন পয়েন্টে আঁকিয়ে তরুণ-তরুণীরা অপেক্ষায় থাকে আগ্রহীদের দেহে আলপনা এঁকে দেয়ার জন্য।
রাজধানীর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, পলাশীর মোড় পর্যন্ত এ সড়কটিতে রঙ বেরঙের আলপনা আঁকার জন্য অপেক্ষা করে শিল্পীরা।
আলপনা শিল্পী আতিকুর রাসেল বাংলানিউজকে বলেন, ‘মানুষের হাতে-মুখে আলপনা আঁকার মধ্য দিয়ে আমাদের ভাষা শহীদদের স্মরণ করছি। বাংলাভাষার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। মানুষকে জানিয়ে দিচ্ছি আমাদের প্রাণের ভাষা বাংলা।
তিনি বলেন, আমরা এ আলপনা আঁকার মধ্য দিয়ে কিছু অর্থও উপার্জন করছি। যাদের হাতে, মুখে এ আলপনা আঁকি, তারা তাদের খুশি মতো কিছু টাকা দেয়। তারাও খুশি থাকে, আমরাও খুশি থাকি।
এ ব্যাপারে ৭ম শ্রেণির ছাত্রী আজমী শিলা বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে মুখে শহীদ মিনারের একটি আলপনা এঁকেছি। এ আলপনার মাধ্যমে আমরা ভাষা শহীদদের স্মরণ করছি।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ওএফ/পিসি