দিনাজপুর: দিনাজপুরের সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফেনসিডিল গুলো উদ্ধার করা হয়।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাইনুড় ক্যাম্প সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এসময় একটি টমেটো খেত থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।