মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন।
বইমেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।
এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।
এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান ও জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা শেষে অতিথিরা মেলার কয়েকটি স্টল পরিদর্শন করেন। মেলায় ৬৫টি স্টল স্থান পায় বলে জানায় জেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরএ