মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি শহীদ মিনারের উদ্বোধন ও ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেদার নাথ বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সালন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজি