ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে মাতৃভাষা দিবসে শহীদ মিনারের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ঠাকুরগাঁওয়ে মাতৃভাষা দিবসে শহীদ মিনারের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে মাতৃভাষা দিবসে শহীদ মিনারের উদ্বোধন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজে শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি শহীদ মিনারের উদ্বোধন ও ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজের অধ্যক্ষ কেদার নাথ বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সালন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।