ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ আটক ২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণেরবার জব্দ- ছবি: ‍বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পৃথক দুটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করা হয়।

আটকরা হলেন- মুন্সীগঞ্জের জেলার মামুন হোসেইন ও চট্টগ্রামের মোসলেম উদ্দিন।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) এ এইচ এম আহসানুল কবির বাংলানিউজকে জানান, মালয়শিয়া থেকে আসা মালিন্দো এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন মামুন হোসেইন। তার সঙ্গে থাকা তিনটি চার্জার লাইটের ব্যাটারি থেকে ৬টি করে মোট ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। মামুনের কাছ থেকে জব্দ করা এক কেজি ৮শ’ গ্রাম স্বর্ণের বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

এদিকে, ওমানের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন মোসলেম উদ্দিন। শাহজালালে অবতরণের পর তার পেট এক্স-রে করে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিমানবন্দরের টয়লেটে নিয়ে তার কাছ থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। মোসলেমের কাছ থেকে জব্দ করা ৯শ’ ২৮ গ্রাম স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪৬ লাখ টাকা।

আটকদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসপি আহসানুল কবির।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
পিএম/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।