মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুমনী আক্তার, রাঙামাটি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ডা. আলো রাণী আইচ প্রমুখ।
আয়োজকরা জানায়, বই মেলায় ৪৩টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন মেলা চলবে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজি