ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
ভাষা শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ দেশের শিল্পীরা নিজস্ব ভাষায় স্মরণ করলো মাতৃভাষা দিবস- ছবি: শাকিল

কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিন‍ারে শ্রদ্ধা জানানোর পর এখন চলছে তাদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অস্থায়ী মঞ্চে একে একে ১২ দেশের শিল্পীরা গান, কবিতা, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণ করছেন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর পরই মঞ্চে উঠেন ভুটান অ্যাম্বাসির শিল্পীরা।

ভুটানি ভাষায় একটি ঐতিহাসিক নৃত্য পরিবেশন করেন এরপর ভুটানের আধুনিক নৃত্য পরিবেশন করেন।

এরপর মঞ্চে আসেন সুইডেন অ্যাম্বাসেডর জন ফ্রিসেল। তিনিও সুইডিস ভাষায় একটি গান পরিবেশন করেন। চীনের ৮ বছর বয়সী ওয়াং কিংলিং নিজস্ব ভাষায় কবিতা আবৃত্তির মাধ্যমে দশনার্থীদের মুগ্ধ করেন। বাংলার নারীর ঐতিহ্যবাহী পোশাক লাল শাড়ি আর ব্লাউজে ওয়াং কিংলিং যেন পুরোদস্তর বাঙালি শিশু।
১২ দেশের শিল্পীরা নিজস্ব ভাষায় স্মরণ করলো মাতৃভাষা দিবস- ছবি: শাকিল
এভাবে একের পর নিজস্ব ভাষায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে অংশ নেয় ইন্দোনেশিয়া, স্পেন, ইরান, ফ্রান্স, কোরিয়া, ভারত, তুর্কী ও বাংলাদেশি শিল্পীরা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ব্যতিক্রমি এই আয়োজনের শুরুতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী স্বাগত বক্তব্যে বিদেশি অতিথিদের স্মরণ করেন।

ফ্রান্সের ভিনসেন্ট মেয়র ‘ও মোর বাংলাদেশ...’গানের মাধ্যমে বাংলাদেশ ও বাংলা ভাষাকে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৭
এসএম/জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।