মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভিটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মেহেদী ওই গ্রামের আব্দুল খালেক মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে মেহেদী মুন্সীবাড়ির পাশের খালে বাঁশের মাথায় বৈদ্যুতিক তার লাগিয়ে মাছ শিকার করছিলো। এসময় অসাবধানতাবসত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা মেহেদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফখরুল ইসলাম মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজি/আরএ