ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কালুখালীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
কালুখালীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলায় ১৭৫ বোতল ফেনসিডিলসহ জহিরুল ইসলাম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের খাগজানার মোড় থেকে তাকে আটক করা হয়।

জহিরুল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঠালতলা গ্রামের আবুল কালামের ছেলে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম ফকির বাংলানিউজকে জানান, বিকেলে পুলিশ খাগজানার মোড়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছিল। এসময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী শ্যালো ইঞ্জিন চালিত নসিমন ঘটনাস্থলে এলে পুলিশ দেখে চালক পালিয়ে যায়। পরে নসিমনটি তল্লাশি করে ১৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জহিরুলকে আটক করা হয়।

এ ব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।