মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার গৌরিপুর এলাকায় স্কুল মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আদেল মোহাম্মদ হায়াৎ।
আদেল মোহাম্মদ হায়াৎ বলেন, বর্তমান বিশ্বে সবাই কুটনৈতিক, অর্থনৈতিক সর্ম্পকের কথা বলে, উন্নতির কথা বলে। কিন্তু সবাই মানবতার কথা ভুলে যায়। কুয়েত সবসময় সব দেশের মানবতার কল্যাণে কাজ করে। বাংলাদেশের সার্বিক কল্যাণ ও সহযোগিতায় কুয়েত পাশে রয়েছে। শেষে স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব-উদ্দিন মাদবর, সোসাইটি অব সোস্যাল রিফম হাইস্কুলের মহাপরিচালক ড. সাঈদ সাব্বির প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
আরআইএস/পিসি