নিহত মো. রাশেদ আজিম উপজেলার পরকোর্ট ইউনিয়নের পরকোর্ট গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি চাটখিল পৌর শপিং কমপ্লেক্সের এক্সপোর্ট গ্যালারির পরিচালক।
স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেলে করে চাটখিল থানার সামনে দিয়ে যাচ্ছিলেন রাশেদ। এসময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি তাকে নিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন রাশেদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এসআই