বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার নাভারণের কাজিরবেড় গ্রাম থেকে তাকে আটক করা হয়।
রাসেল শার্শার বোয়ালিয়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কাজিরবেড় গ্রামে অভিযান চালায়। এসময় ৫শ গ্রাম গাঁজাসহ রাসেলকে আটক করা হয়।
রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজেডএইচ/এজি/এএ