ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ডাকাতের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
নোয়াখালীতে ডাকাতের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা আহত

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নাই ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা আরমান হোসেনকে (২৮) গুলি ও কুপিয়ে জখম করেছে একদল ডাকাত।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার দূর্গনগর গ্রামে তার বাড়িতে ডাকাতিকালে এ ঘটনা ঘটে।

আরমান হোসেন ওই গ্রামের নূরু ডাক্তারের ছেলে ও নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি বর্তমানে বেগমগঞ্জ ভূমি অফিসে কর্মরত আছেন।

স্থানীয়রা জানান, ভোরে আট/দশ জন ডাকাত আরমানের ঘরে ডাকাতি কারতে ঢোকে। এসময় আরমান তাদের বাধা দিলে ডাকাতরা তার পেটে গুলি করে ও কুপিয়ে জখম করে। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় আরমানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাত দল আরমানকে গুলি করে ঘর থেকে মোবাইল, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।