বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পৌনে ১২টার দিকে কমলাপুর রেল স্টেশনে ‘অবমুক্ত পুরাতন কোচ’ দিয়ে লোড বাড়িয়ে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস উদ্বোধনকালে তিনি একথা জানান।
রংপুর ও মহানগর এক্সপ্রেসের অবমুক্ত কোচ দিয়ে বাড়ানো জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় দুপুর ১২টায় ৩ নম্বর প্লাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
একইদিন রাত পৌনে ১০টার দিকে অবমুক্ত হওয়া আরও কিছু কোচ দিয়ে ‘উপবন এক্সপ্রেস’ উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারের সময় রেলে যুগান্তকারী উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী এপ্রিল মাসে ঈশ্বরদী থেকে পাবনা ও কাশিয়ানী-গোপালগঞ্জ রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসএ/ওএইচ/এএ