ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরা অফিসার্স ক্লাবের সভাপতি শফিউল, সম্পাদক বিলাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
উত্তরা অফিসার্স ক্লাবের সভাপতি শফিউল, সম্পাদক বিলাল উত্তরা অফিসার্স ক্লাবের সভাপতি শফিউল, সম্পাদক বিলাল

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালকে সাধারণ সম্পাদক করে উত্তরা অফিসার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নতুন কমিটির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ বিলাল স্বাক্ষরিত একটি চিঠিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)  উত্তরা অফিসার্স ক্লাবের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

এ কমিটি ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য দায়িত্ব পালন করবে।

পদাধিকার বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে ক্লাবের সভাপতি করা হয়।

এছাড়া ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সাবেক সচিব ড. হারুনুর রশিদ ও মো. নজরুল ইসলামকে সহ সভাপতি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।