বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নতুন কমিটির সাধারণ সম্পাদক খান মোহাম্মদ বিলাল স্বাক্ষরিত একটি চিঠিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) উত্তরা অফিসার্স ক্লাবের চতুর্থ বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
পদাধিকার বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমকে ক্লাবের সভাপতি করা হয়।
এছাড়া ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সাবেক সচিব ড. হারুনুর রশিদ ও মো. নজরুল ইসলামকে সহ সভাপতি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এসএম/এএটি/আরআই