ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় নারীবান্ধব হাজতখানার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
বরগুনায় নারীবান্ধব হাজতখানার উদ্বোধন বরগুনায় নারীবান্ধব হাজতখানার উদ্বোধন

বরগুনা: বরগুনায় নারীবান্ধব হাজতখানার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে থানা চত্বরে বাংলাদেশ পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান (বিপিএম, পিপিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের (পিপিএম) সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, জাগো নারী সংগঠনের প্রধান নির্বাহী হোসনে আরা হাসি ও অ্যাডভোকেট মাসুদ খান।

আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও সংবাদিকরা।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
এজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।