বৃহস্পতিবার (২৩২ ফেব্রুয়ারি) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন-কলামনখালী গ্রামের কলিম হোসেনের ছেলে দুলাল হোসেন (৩৫), ছবেদ আলীর ছেলে আবু হাশেম (৩৬), কাশেম (৪০), নাজিম উদ্দিন (৩০) ও ইসলাম উদ্দিন (৪৫), আবুল কাশেমের স্ত্রী নাজমা খাতুন (৩৩), হাজের আলীর ছেলে আলী বকস (৬০) ও তার ছেলে সরওয়ার (২৭), আফজাল বিশ্বাসের ছেলে মিসরুল (৩০), আবেদ মোল্লার ছেলে শহিদুল ইসলাম (৩৩) ও রাজেয়া খাতুন (৪১)সহ ১৫ জন।
এদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় জাহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের লিটন ও নাজিমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএ