বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শিল্পমন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নজরদারি অব্যাহত আছে।
আমু বলেন, মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে। গত ৬ মাসে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ৬ হাজার ৮শ ৬টি মাদক মামলা দায়ের করেছে। এসব মামলায় আটকের সংখ্যা ৮ হাজার ৫শ’ ৬১ জন। মাদক বিরোধী সরকারের এ অভিযানে গণমাধ্যমে অংশগ্রহণ দরকার। যারা মাদকসহ ধরা পড়ে তাদের ছবি যেন বড় করে ছাপা হয়। বিশেষ করে শিক্ষার্থীদের ছবি গণমাধ্যমে ছাপা হলে তারা সমাজে হেয় প্রতিপন্ন হবে। অন্যরা তা দেখে যাতে এ পথে পা না বাড়ায়।
এ সময় উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৭
আরএম/বিএস