ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জগন্নাথপুরে শিশু খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
জগন্নাথপুরে শিশু খুন

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কান্দারগাঁও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে শুকুর আলী (১০) নামে একটি শিশুকে হত্যা করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকুর আলীর বাবা মজর উদ্দিনের সঙ্গে একই গ্রামের আলফাত মিয়ার দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

এর জের ধরে দুপুরে  তার ছেলেকে একা পেয়ে মারধর করেন প্রতিপক্ষের লোকজন। একপর্যায়ে ছেলেটি অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।