ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুর আউলিয়াপুর মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
দিনাজপুর আউলিয়াপুর মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দিনাজপুর আউলিয়াপুর মিশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

দিনাজপুর: দিনাজপুর আউলিয়াপুর মিশন মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উক্ত অনুষ্ঠানের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দিনাজপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আশরাফুল করিম।

বাংলাদেশ লুথারেন চার্চ দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক সোবান কিস্কুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- ওয়াইএমসিএর সভাপতি ফাবিয়ান মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব, দিনাজপুর লুথারেন চার্চের অ্যাডমিনিস্ট্রেটর লগেন কিস্কু, সহ-সভাপতি নিমাই দাস, অ্যাকাউনটেন্ড নরেণ বাস্কে, আউলিয়াপুর মিশন মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সরলা মুর্মু।

এসময় অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।