সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ কথা জানান।
তিনি জানান, আগামী বুধবার (১ মার্চ) সকালে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, গত ২ মাসে সৈয়দপুর উপজেলায় ৪৮৭ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়েছে। এছাড়া ৩২ হাজার ১৮৭টি নতুন সংযোগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৭০ কোটি টাকা।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- ডেপুটি জেনারেল ম্যানেজার অখিল কুমার, ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) রথীন্দ্রনাথ বর্মন, সহকারী জেনারেল ম্যানেজার সিফাত ফেরদৌস চৌধুরী প্রমুখ।
এছাড়াও এ সময় জাতীয় ও স্থানীয় পত্রিকা ও অনলাইনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৭
এজি/আরআই