ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

প্রেমিকের প্রতারণা, মৃত্যুশয্যায় কলেজছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
প্রেমিকের প্রতারণা, মৃত্যুশয্যায় কলেজছাত্রী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রতারণার শিকার এক কলেজছাত্রী আত্মহত্যায় ব্যর্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।  
তাকে গুরুতর অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলার ছোনগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য বাংলানিউজকে জানান, ঝিনাগাইগাঁতী গ্রামের শাহজাহান আলীর ছেলে কলেজছাত্র সুমনের সঙ্গে দীর্ঘ ৫ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল ওই ছাত্রীর।

শুক্রবার সকালে সুমন তার মামাতো বোনকে বিয়ে করছে এমন খবর পেয়ে ওই ছাত্রী তার নিজের ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকনুজ্জামান জানান, সকাল সাড়ে ১১টার দিকে মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে আনা হয়। তার নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাৎক্ষণিক অক্সিজেন দিয়ে তাকে সার্জিক্যাল বিভাগে ভর্তি করা হয়ে। সন্ধ্যা ৭টা পর্যন্তও তার জ্ঞান ফেরেনি।

কলেজছাত্রীর পরিবারের সদস্যরা জানান, তাদের প্রেমের বিষয়টি জানাজানি হলে বিয়ের প্রস্তাব দেওয়া হয় সুমনের বাবার কাছে। কিন্তু সুমনের বাবা শাহজাহান আলী এ প্রস্তাব প্রত্যাখান করেন।

একপর্যায়ে সোমবার (৬ মার্চ) রাতে সুমির ঘরে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টাও করে সুমন। এ ঘটনায় মঙ্গলবার (৭ মার্চ) প্রেমিক সুমনসহ ৩জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।