বেনাপোলে ২৪ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
বেনাপোল (যশোর): যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ২৪ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এসব ওষুধ জব্দ করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়।
এসময় বাসের চালকের পাশের ছিটে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির আমড়াখালী চেকপোস্টে কর্মরত সুবেদার আফজাল হোসেন বাংলানিউজকে জানান, জব্দকৃত ওষুধ পরবর্তীতে কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।