ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
চান্দিনায় ট্রাক চাপায় ছাত্রলীগ নেতা নিহত

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাক চাপায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুমান তালুকদার (২৬) নিহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ছেংগাছী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমান উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের নাটেংগী গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বাংলানিউজকে জানান, বিকেলে মোটরসাইকেলে করে উপজেলার মহিচাইল থেকে মাধাইয়া যাচ্ছিলেন রুমান। পথে ছেংগাছী এলাকায় এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা রুমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।