ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় সাউদার্ন ট্রাভেলস ইনট্রোগেটের যাত্রা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
খুলনায় সাউদার্ন ট্রাভেলস ইনট্রোগেটের যাত্রা শুরু খুলনায় সাউদার্ন ট্রাভেলস ইনট্রোগেটের যাত্রা শুরু-ছবি-বাংলানিউজ

খুলনা: দেশ-বিদেশের ভ্রমণকারীদের সব ধরনের সেবা দিতে খুলনায় যাত্রা শুরু করেছে সাউদার্ন ট্রাভেলস ইনট্রোগেট।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় মহানগরীর ৭ ইসলামপুর রোডে সাউদার্ন ট্রাভেলস ইনট্রোগেটের খুলনা শাখার উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদ সদর থানার সাধ‍ারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউদার্ন ট্রাভেলস ইনট্রোগেটের খুলনা শাখার ব্যবস্থাপনা পরিচালক শারাফাত ইসলাম অনিক।

অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা খন্দকার মিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইমরান হাসান, অনিক শিদকদার, জুবায়ের হাসান, রিয়াসাদ দীপ্ত, তাসনিম আহম্মেদ, মিথেন কবির প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমআরএম/আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।