ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঝিনাইগাতীতে বজ্রপাতে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ঝিনাইগাতীতে বজ্রপাতে একজনের মৃত্যু

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে আব্দুর রউফ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রউফ উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের পশ্চিম বৈলতল গ্রামের মৃত ন‍ূর মোহাম্মদের ছেলে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বিকেলে টিপ-টিপ বৃষ্টির মধ্যে বাড়ির গোয়াল ঘরে গরুর জন্য খাবার তৈরি করছিলেন আব্দুর রউফ। এমন সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আরবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।