ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে বিজিবি ও বিএসএফ’র বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
ফেনীতে বিজিবি ও বিএসএফ’র বৈঠক বদরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র বৈঠক

ফেনী: ফেনীর ফুলগাজী বদরপুর সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ীদের হামলায় বাংলাদেশি আনসার সদস্য নিহত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা আহত হওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে ফেনীর পরশুরাম মজুমদার হাট সীমান্ত ফাঁড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফেনী জয়লষ্করস্থ- ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এম আশ্রাফ আলী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বিজিবি মহাপরিচালক নিয়মিত সফর হিসিবে এ বিওপি পরিদর্শনে আসেন। এরপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ডেপুটি কমানন্ডেন্ট ডিসি দোয়েল সিং, অ্যাসিট্যান্ট কমানডেন্ট কেসাবর সঙ্গে বৈঠক করেন।

ফুলগাজীর সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় তাদের মধ্যে আলাপ হয়। তবে ঠিক কী আলাপ হয় তিনি তা জানাতে পারেননি।
 
বৈঠকে উপস্থিত ছিলেন- বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এহসানুজ্জামান, অপারেশন বিভাগের এডিজি কর্নেল জিল্লুর, রিজিওন কমান্ডার হাসনাত, ফেনী জয়লষ্করস্থ ৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক আশ্রাফ আলী।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এনটি/টিআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।